আনন্দ মাল্টিমিডিয়া স্কুল করোতোয়া

দেশজুড়ে বিদ্যমান আনন্দ মাল্টিমিডিয়া স্কুলসমূহের নির্দেশনা প্রদান করা হয় প্রধান কার্যালয় থেকে। স্কুলের বইপত্র-খাতা-কলম-ব্যাগ, পোশাক ইত্যাদি বিষয়ে একই মান সারাদেশেই বজায় রাখা হয়। ক্লাশের রুটিন, মূল্যায়ণ, পরীক্ষার তফশিল, প্রগ্রেস রিপোর্ট ইত্যাদি বিষয়েও দেশজুড়ে একটি ব্যবস্থাই প্রচলিত থাকে। স্কুলটি স্থানীয়ভাবে পরিচালনার জন্য একজন পরিচালকের দায়িত্ব থাকে। তিনি প্রয়োজনমতো পরিচালনা পরিষদ বা উপদেষ্টা পরিষদ গঠন করেন। স্কুলের শিক্ষা ও প্রশাসনিক বিষয়ের প্রধান যেমন প্রধান শিক্ষক বা অধ্যক্ষ দক্ষতার সাথে স্কুলের প্রশাসনিক ও শিক্ষামূলক দায়িত্ব পালন করে থাকেন।

যোগাযোগ

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ জামিলনগর বগুড়া।
মোবাইল: ০১৭১৬০৯৫২৪৪
প্রিন্সিপাল: রেহেনা আরিফ